খুলনায় বিষাক্ত বাংলা মদপানে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১ জন লাইফ সাপোর্টে বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৫ খুলনায় বিষাক্ত বাংলা মদপানে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১ জন লাইফ সাপোর্টে নিউজ ডেস্ক : খুলনার বয়রা এলাকায় বিষাক্ত বাংলা মদপানে ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে সোনাডাঙ্গা মডেল থানার অন্তর্গত বয়রা পূজা খোলা ইসলামিয়া কলেজ মোড় সংলগ্ন তোতা মিয়ার হোটেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় আরও একজনকে খুলনা বিশেষায়িত হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। নিহতরা হলেন—বয়রা সেরের বাজার মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়ার আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), জংশন রোডের গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) ও তোতা (৬০)। গুরুতর অসুস্থ সনু নামের এক ব্যক্তি খুলনা খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার এসআই আবদুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তোতা মিয়ার হোটেলে দুপুরের দিকে এদের মধ্যে কয়েকজন বাংলা মদ পান করেন। পরে সবাই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাদের দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কয়েকজন মারা যান। পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান। অন্যদিকে, সনুর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। এ ঘটনার পর পরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ বলছে, বিষাক্ত মদের উৎস ও বিক্রেতা চিহ্নিত করতে তদন্ত চলছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। SHARES অপরাধ বিষয়: