এখন থেকে মসজিদের সভাপতি হবেন প্রশাসনের কর্মকর্তারা : ধর্ম উপদেষ্টা বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৫ এখন থেকে মসজিদের সভাপতি হবেন প্রশাসনের কর্মকর্তারা : ধর্ম উপদেষ্টা নিউজ ডেস্ক : খুলনায় আয়োজিত এক অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, এখন থেকে দেশের প্রতিটি মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক কর্মকর্তারা। একইসঙ্গে তিনি জানান, ইমামদের নিয়োগ ও বরখাস্তে অনুসরণ করতে হবে সরকারের নির্ধারিত নীতিমালা। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে খুলনার বয়রা এলাকার মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, “ইমামদের হতে হবে জনবান্ধব। ওয়াজ-নসিহতের ভাষা হতে হবে বাস্তবভিত্তিক—যাতে সমাজে ইতিবাচক সচেতনতা তৈরি হয়। ‘মব’ তৈরির সংস্কৃতি সমাজের জন্য ভয়ংকর, তা মসজিদে আলোচনার মাধ্যমে তুলে ধরা প্রয়োজন।” তিনি আরও বলেন, মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমে আনতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। যেসব শিক্ষা কেন্দ্রে কার্যত পাঠদান হয় না, কিংবা একই ব্যক্তি একাধিক জায়গায় শিক্ষকতা করছেন এমন প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশে অপরাধ প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সমাজে নৈতিকতা ও ধর্মীয় অনুশাসনের অভাবেই অপরাধ বাড়ছে। জবাবদিহিতা, মানবিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে পারলেই সমাজে অপরাধ অনেকাংশে হ্রাস পাবে। তিনি আরও জানান, “সবকিছু ধীরে ধীরে জবাবদিহির আওতায় আনা হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনে ফিরে এসেছে শৃঙ্খলা।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. সালাম খান, বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, খুলনার জেলা প্রশাসক সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও অতিথিবৃন্দ। SHARES আইন আদালত বিষয়: