“হাসিনার মৃত্যুদণ্ড দেখে মরতে চাই”: এনসিপি নেতা সারজিস

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৫

“হাসিনার মৃত্যুদণ্ড দেখে মরতে চাই”: এনসিপি নেতা সারজিস

নিউজ ডেস্ক :

জুলাই মাসের গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার এবং দায়ীদের মৃত্যুদণ্ডের দাবিতে সরব হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, “আমি শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেখে মরতে চাই।”

শুক্রবার (১৮ জুলাই) মুন্সীগঞ্জে এনসিপির আয়োজিত এক পথসভায় এ বক্তব্য দেন সারজিস আলম। বক্তব্যে তিনি দাবি করেন, “জুলাই অভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছে, সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার একদিন হবেই। যতদিন এ দেশে ফ্যাসিবাদ থাকবে, ততদিন স্বাধীনতা পূর্ণতা পাবে না।”

তিনি আরও বলেন, “শুধু গোপালগঞ্জ নয়, দেশের যেকোনো স্থানে ফ্যাসিবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের জনগণকে জাতীয় ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নামতে হবে।”

বিদেশ থেকে পরিচালিত হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারীদেরও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নেতানির্ভর নয়, নীতিনির্ভর রাষ্ট্র গড়তে হবে।”

সভায় আগামী ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র’ আদায়ের জন্য সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন হাসনাত।