গোপালগঞ্জে সংঘর্ষ: গুলিবিদ্ধ আরো একজনের মৃত্যু, নিহত বেড়ে ৫ বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২৫ গোপালগঞ্জে সংঘর্ষ: গুলিবিদ্ধ আরো একজনের মৃত্যু, নিহত বেড়ে ৫ নিউজ ডেস্ক : গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সংঘর্ষে গুলিবিদ্ধ অটোরিকশাচালক রমজান মুন্সী (৩২) মারা গেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এবং মুকসুদপুর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত রমজান মুন্সী গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় গুলিবিদ্ধ হন বলে জানা গেছে। এর আগে সংঘর্ষের দিন বুধবার (১৬ জুলাই) গুলিতে আরও চারজন নিহত হন। তারা হলেন— কোটালীপাড়ার হরিণাহাটি গ্রামের রমজান কাজী (১৯), থানাপাড়ার সোহেল রানা (৩৫), উদয়ন রোডের দীপ্ত সাহা (৩০), এবং ভেড়ার বাজার এলাকার ইমন তালুকদার (২৪)। পরিবারগুলোর দাবি, সবাই আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, মৃতদের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। সংঘর্ষের জেরে জেলাজুড়ে দ্বিতীয় দিনের মতো কারফিউ চলছে। শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বন্ধ রয়েছে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। দিনমজুররা জীবিকার তাগিদে বাইরে বের হলেও সাধারণ মানুষের মাঝে এখনো আতঙ্ক রয়ে গেছে। একইসঙ্গে, জেলায় রাতভর অভিযান চালিয়ে নতুন করে আরও ২০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৪৫ জনে। তবে এখন পর্যন্ত সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় কোনো মামলা হয়নি। স্থানীয়দের ভাষ্য, সময় যত এগোচ্ছে, ততই সাধারণ মানুষের আতঙ্ক কিছুটা হলেও কমতে শুরু করেছে। SHARES আইন আদালত বিষয়: