১৭ বছরের কিশোরকে নিয়ে উধাও ৪০ বছরের গৃহবধূ, স্তম্ভিত বাবরা গ্রাম

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৫

১৭ বছরের কিশোরকে নিয়ে উধাও ৪০ বছরের গৃহবধূ, স্তম্ভিত বাবরা গ্রাম

নিউজ ডেস্ক :

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় এক গৃহবধূ (৪০), যিনি দুই সন্তানের জননী, প্রতিবেশী ১৭ বছরের এক কিশোরকে নিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হতবাক পুরো গ্রামবাসী।

গৃহবধূর স্বামী মান্নান মিস্ত্রী জানান, ১১ জুলাই রাতে তিনি নিজ বাড়ির পাশে একটি পরিত্যক্ত ভবনে স্ত্রী ও ওই কিশোরকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। তবে তখন বিষয়টি গোপন রাখেন সংসার রক্ষার আশায়। কিন্তু পরদিন সকালে দেখেন, তার স্ত্রী ছেলে সন্তানকে ফেলে রেখে ওই কিশোরকে নিয়ে পালিয়ে গেছেন।

মান্নান মিস্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমার ছোট ছেলে না খেয়ে কাঁদছে। কী বলব! ২২ বছরের সংসার আমার এভাবে ভেঙে যাবে, ভাবিনি। আমি এ ঘটনার বিচার চাই।”

স্থানীয়রা জানান, গৃহবধূ ও কিশোরের পরিচয় দীর্ঘদিনের। কিশোরটি ছোটবেলায় নানাবাড়িতে বড় হলেও তার স্থায়ী ঠিকানা বাবরা গ্রামেই। দীর্ঘ পারিবারিক সম্পর্কের জেরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়, যা পরে প্রেমঘটিত সম্পর্কে রূপ নেয়।

কিশোরের বাবা টোটন মণ্ডল জানান, ছেলের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং সে কোথায় আছে, তাও জানা নেই।

এই ঘটনায় পুরো এলাকায় তোলপাড় শুরু হয়েছে। অনেকেই বলছেন, সমাজের মূল্যবোধ ও পারিবারিক বন্ধন কোথায় গিয়ে দাঁড়িয়েছে—এ ঘটনা তারই করুণ প্রমাণ।

স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।