গোপালগঞ্জের আ. লীগের হামলায় বিপর্যস্ত এনসিপি, পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিলেন নেতারা

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৫

গোপালগঞ্জের আ. লীগের হামলায় বিপর্যস্ত এনসিপি, পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিলেন নেতারা

নিউজ ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে ঘিরে ফের রক্তক্ষয়ী উত্তেজনা সৃষ্টি হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাওয়ার পথে আক্রমণের শিকার হন এনসিপি নেতারা। হামলার পর পরিস্থিতি থেকে রক্ষা পেতে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিতে বাধ্য হন তারা।

প্রত্যক্ষদর্শী ও এনসিপি নেতাদের দাবি, বেলা সোয়া ১টার দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় সমাবেশস্থলের মঞ্চে আক্রমণ চালায় স্থানীয় আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তারা মঞ্চে থাকা সাউন্ড সিস্টেম, চেয়ার, মাইক ভাঙচুর করে এবং নেতা-কর্মীদের ওপর ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে চড়াও হয়।

এনসিপির গাড়িবহরের একটি অংশ মাদারীপুরের পথে রওনা দিলেও, বাকিরা আক্রমণের মুখে পড়ায় সেখান থেকে সরতে পারেননি। একাংশ পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে আশ্রয় নেন এবং নিরাপত্তার দাবি জানান।

এনসিপির কেন্দ্রীয় এক নেতা বলেন, “আমাদের বহরের ওপর পূর্ব পরিকল্পিত হামলা হয়েছে। পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়তে হয়েছে। এখনও সংঘর্ষ চলছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”

পুলিশ পরিস্থিতি সামাল দিতে সক্রিয় হলেও স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের আক্রমণ অব্যাহত রয়েছে বলে অভিযোগ। সংঘর্ষে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়েছে বলেও জানা গেছে।

এর আগে, মঙ্গলবার গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি বহরেও হামলা চালানো হয়। একই দিন পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

সার্বিক পরিস্থিতি নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।