দেশে বাড়ছে হত্যা-ডাকাতি চাঁদাবাজি ও ছিনতাই, পুলিশের দাবি “সব কিছু নিয়ন্ত্রণে” বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৫ দেশে বাড়ছে হত্যা-ডাকাতি চাঁদাবাজি ও ছিনতাই, পুলিশের দাবি “সব কিছু নিয়ন্ত্রণে” বিডি সময় ডেস্ক রিপোর্ট : সারা দেশে খুন, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজির ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের প্রথম ৬ মাসেই খুনের মামলা হয়েছে ১,৯৩১টি—যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৯১টি বেশি। ছিনতাইয়ের মামলা হয়েছে ৯৭২টি এবং ডাকাতির ঘটনা দাঁড়িয়েছে ৩৬৭টিতে, যা প্রায় দ্বিগুণ। তবে এ পরিসংখ্যান সত্ত্বেও পুলিশের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন বলছেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিক কিছু ঘটনা: পুরান ঢাকা: মিটফোর্ড হাসপাতালে যুবদল নেতা লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনায় ৮ জন গ্রেফতার হলেও এখনো পলাতক ডজনখানেক অপরাধী। পল্লবী: এ কে বিল্ডার্স অফিসে হামলা চালায় ২০-৩০ জন দুর্বৃত্ত। দাবিকৃত ৫ কোটি টাকার চাঁদা না পেয়ে চলে হামলা ও গুলি। আহত ১ জন। শ্যামলী: এক বেসরকারি কর্মচারীকে মোটরসাইকেলযোগে ছিনতাইকারীরা চাপাতি দেখিয়ে সব কিছু কেড়ে নেয়—এমনকি গায়ের জামাকাপড় পর্যন্ত। পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী: সবচেয়ে অপরাধপ্রবণ এলাকা: ঢাকা বিভাগ দ্বিতীয়: চট্টগ্রাম বিভাগ তৃতীয়: রাজধানী ঢাকা মহানগর পুলিশের অবস্থান: ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সক্রিয়। প্রতিটি ঘটনার দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।” অপরাধ বিশ্লেষকের মত: সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় ও অপরাধপ্রবণ এলাকায় তৎপরতা বাড়ানো ছাড়া বিকল্প নেই।” সাম্প্রতিক চাঞ্চল্যকর ঘটনাগুলোর পর সারা দেশেই নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। তবে সাধারণ মানুষ এখনো আতঙ্কে—এটাই বাস্তব চিত্র। SHARES অপরাধ বিষয়: