মুক্তিপণ দিয়েও ফিরল না ছোট্ট সাদাব, ৪ দিন পর মিলল নিথর দেহ বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৫ মুক্তিপণ দিয়েও ফিরল না ছোট্ট সাদাব, ৪ দিন পর মিলল নিথর দেহ স্টাফ রিপোর্টার | ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে নিখোঁজের চার দিন পর উদ্ধার করা হয়েছে পাঁচ বছর বয়সী শিশু সাদাব হোসেনের মরদেহ। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে বাড়ি থেকে মাত্র দেড়শ গজ দূরে একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাদাব হোসেন নান্দাইল উপজেলার বারঘরিয়া গ্রামের সৌদি প্রবাসী আল আমিনের ছেলে। সে মায়ের সঙ্গে গফরগাঁওয়ের দিঘিরপাড় গ্রামে তার নানাবাড়িতে অবস্থান করছিল। নানাবাড়ির সদস্যরা জানান, গত শনিবার (১২ জুলাই) দুপুরে একটি অজানা নম্বর থেকে ফোন করে প্রথমে ২০ হাজার টাকা, পরে আরও ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে শিশুটির মা সুমি আক্তার দুই দফায় মোট ২৮ হাজার টাকা একটি মোবাইল ব্যাংকিং নম্বরে পাঠান। নানা সুলতান মিয়া বলেন, “ওরা বলেছিল ছেলে ভালো আছে, টাকা পাঠান, আধা ঘণ্টার মধ্যে দিয়ে যাব। কিন্তু টাকা পাঠানোর পর আমরা গফরগাঁও রেলস্টেশনে অপেক্ষা করেও কাউকে পাইনি, ফোন নম্বরও বন্ধ পেয়ে যাই।” শিশুটির মামা খলিল মিয়া জানান, মঙ্গলবার সকালে এক প্রতিবেশী ঘাস কাটতে গিয়ে দুর্গন্ধ পেয়ে খোঁজ করতে গিয়ে পুকুরপাড়ে সাদাবের মরদেহ দেখতে পান। তিনি বলেন, “সে পানিতে পড়ে মারা গেছে, না কেউ পরিকল্পিতভাবে তাকে হত্যা করে ফেলে রেখেছে, আমরা নিশ্চিত না।” পাগলা থানার ওসি ফেরদৌস আলম বলেন, “শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে মুক্তিপণ গ্রহণকারী প্রতারকচক্রের সন্ধান গাইবান্ধা জেলায় পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।” শিশুটির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারটির দাবি, যত দ্রুত সম্ভব অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। SHARES অপরাধ বিষয়: