লোহাগড়ায় ট্রাকচালক হোসেনের মৃত্যুতে শোকের ছায়া

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৫

লোহাগড়ায় ট্রাকচালক হোসেনের মৃত্যুতে শোকের ছায়া

রাশেদ রাসু, নড়াইল থেকে:

নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর এলাকার বাসিন্দা, সবার পরিচিত মুখ, প্রয়াত, ওলিয়ার রহমানের ছেলে ট্রাকচালক হোসেন আজ সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ভর্তি থাকলেও শেষ পর্যন্ত মৃত্যু তাকে ছিনিয়ে নেয়।

মরহুম হোসেনের নামাজে জানাজা আজ সোমবার (১৪ জুলাই) বাদ আসর লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আল-মারকাযুল মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে এলাকাবাসী, বন্ধু-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে।

তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লোহাগড়া শ্রমিক ইউনিয়নসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছে এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।