ভয়াবহ হত্যাকাণ্ড: মা ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার ভয়াবহ হত্যাকাণ্ড: মা ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৫ ভয়াবহ হত্যাকাণ্ড: মা ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার নিউজ ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় ঘটেছে এক হৃদয়বিদারক ও ভয়াবহ হত্যাকাণ্ড। একটি বাড়ি থেকে এক মা ও তার দুই শিশু সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন—রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম (২৫), কন্যা রাইসা (৪) এবং পুত্র নীরব (২)। সোমবার (১৪ জুলাই) সকালে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে এই নৃশংস হত্যাকাণ্ডের খবর পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ তিনটি উদ্ধার করে। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, “সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গলাকাটা অবস্থায় মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। এটি একটি নির্মম ও দুঃখজনক ঘটনা। কীভাবে এবং কেন এই হত্যাকাণ্ড ঘটেছে, তা জানতে তদন্ত চলছে।” এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) কাজী আকতার উল আলম বলেন, “ঘটনাটি পারিবারিক বিরোধের জেরে ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত নারীর স্বামী রফিক উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে ঘটনার সময় তিনি ঘরে ছিলেন না বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর থেকে নিহতের দেবর পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।” পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে আলামত সংগ্রহ ও ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। হত্যার কারণ উদঘাটনে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। SHARES অপরাধ বিষয়: