যশোরে ১ কোটি ৯২ লাখ টাকার স্বর্ণসহ তিন চোরাকারবারি আটক

প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০২৫

যশোরে ১ কোটি ৯২ লাখ টাকার স্বর্ণসহ তিন চোরাকারবারি আটক

নিউজ ডেস্ক :

যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগাঁ বাসস্ট্যান্ড এলাকা থেকে ১ কেজি ৩১৫ গ্রাম ওজনের মোট ১১টি স্বর্ণের বারসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি ৯২ লাখ টাকা।

রবিবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের একটি টহল দল এ অভিযান চালায়। অভিযানে স্বর্ণ ছাড়াও পাচারকারীদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন:

আতা এলাহী জীবন (৩৫), পিতা মৃত জিলু মিয়া, গ্রাম চর চারকলা, জেলা ব্রাহ্মণবাড়িয়া।

আবুল কালাম আজাদ (৪৬), পিতা আহমদ আলী, গ্রাম পূর্ব বাগবাড়ি, জেলা গাজীপুর।

শ্রী রামপ্রসাদ মণ্ডল (২৮), পিতা সুচিত্র লাল মণ্ডল, গ্রাম রানিরহাট, উপজেলা শেরপুর, জেলা বগুড়া।

বিজিবি জানায়, আটককৃতদের প্যান্টের পকেট ও মানিব্যাগে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন। তাদের মধ্যে একজন যশোর-নাভারণ হয়ে সাতক্ষীরা যাচ্ছিলেন এবং বাকি দুইজন যশোর-চৌগাছা হয়ে সীমান্তের দিকে রওনা হয়েছিলেন।

তারা ঢাকার তাতীবাজার এলাকার একটি চোরাচালান চক্রের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল বলে জানায় বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, “সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা জোরদার করা হবে।”

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।