মাগুরায় হোটেলের নারী কর্মীকে ধর্ষণের অভিযোগ, হোটেল মালিক পলাতক বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৫ মাগুরায় হোটেলের নারী কর্মীকে ধর্ষণের অভিযোগ, হোটেল মালিক পলাতক নিউজ ডেস্ক : মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের একটি হোটেলের নারী কর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হোটেল মালিক হারুনের বিরুদ্ধে। তিনি উপজেলার ধোয়াইল পূর্বপাড়ার বাসিন্দা এবং স্থানীয়ভাবে জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে পরিচিত, তবে দলটির পক্ষ থেকে এ সম্পর্ক অস্বীকার করা হয়েছে। ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন, গত ১১ জুলাই শুক্রবার কাজ শেষে তাকে ও অপর এক নারী সহকর্মীকে বেতন পরে দেওয়ার কথা বলে বাড়ি পাঠিয়ে দেন মালিক হারুন। কিছুক্ষণ পর ফোন করে তাকে একা হোটেলে ডেকে নেন এবং সেখানেই জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। ধর্ষণের শিকার নারীর ভাষ্যমতে, ঘটনার পর তিনি নিরাপত্তা ও সামাজিক অসম্মানজনিত ভয়ে চুপ ছিলেন। তবে সাহস সঞ্চয় করে শেষ পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, ঘটনায় থানায় মামলা হয়েছে এবং অভিযুক্ত হারুনকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। এদিকে মহম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির কবির হোসেন জানান, অভিযুক্ত হারুন জামায়াতের কোনো কমিটিতে নেই এবং দলীয় পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে সেটি তার ব্যক্তিগত বিষয়। এ ঘটনায় স্থানীয় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নারীর নিরাপত্তা ও কর্মক্ষেত্রে যৌন সহিংসতার মতো গুরুতর বিষয় নিয়ে সচেতনতার দাবি জানিয়েছেন মানবাধিকারকর্মীরা। SHARES অপরাধ বিষয়: