পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে বেধড়ক মারধর, অভিযুক্ত সাবেক যুবদল নেতা বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৫ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে বেধড়ক মারধর, অভিযুক্ত সাবেক যুবদল নেতা নিউজ ডেস্ক : ফেনীর পরশুরামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটেছে। অভিযুক্ত মো. সায়েম, যিনি একসময় ৫ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ছিলেন, তার অনুসারীদের নিয়ে ব্যবসায়ী সুমনকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গত ৯ জুলাই রাতে, যা ১২ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৫ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওর মাধ্যমে সামনে আসে। ভিডিওতে দেখা যায়, সায়েম ও তার ভাতিজা ফয়সালসহ কয়েকজন ব্যক্তি ব্যবসায়ী সুমনকে দোকান থেকে টেনেহিঁচড়ে বের করে মারধর করছেন। একপর্যায়ে সায়েম বলেন, “আমি ওয়ার্ড যুবদলের সভাপতি, জানস?” – যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভুক্তভোগী সুমনের ভাই ইব্রাহিম জানান, এক বছর আগে সায়েম তাদের দোকান থেকে বাকিতে মালামাল নিয়ে যান এবং একাধিকবার বলার পরও টাকা পরিশোধ করেননি। পাওনা টাকার পরিমাণ ছিল ৪ হাজার ৯১০ টাকা। সুমন গত বুধবার এ টাকা চাওয়ার পরই রাতের বেলায় দলবদ্ধভাবে তাকে মারধর করা হয়। পরশুরাম পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিসফাকুস সামাদ রনি বলেন, সায়েমকে এর আগেই (২৫ জুন) দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না এবং দল হিসেবে এসব অপরাধের দায়ভার নিই না।” পরশুরাম মডেল থানার ওসি মো. নুরুল হাকিম বলেন, “ব্যবসায়ী সুমনের পাওনা টাকা নিয়ে বিরোধ থেকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় বণিক সমিতির মধ্যস্থতায় বিষয়টি সমাধান হয় এবং অভিযুক্ত ব্যক্তি টাকা পরিশোধও করেছেন। এটি রাজনৈতিক দ্বন্দ্ব নয়।” পুলিশ প্রাথমিকভাবে একটি সাধারণ ডায়েরি করেছে এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ঘটনার পর সায়েমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। SHARES অপরাধ বিষয়: