নড়াইলে পরীক্ষা না দিয়েই ফলাফলে ফেল! বোর্ডের গাফিলতিতে বিপাকে এসএসসি শিক্ষার্থী বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৫ নড়াইলে পরীক্ষা না দিয়েই ফলাফলে ফেল! বোর্ডের গাফিলতিতে বিপাকে এসএসসি শিক্ষার্থী রাশেদ রাসু : নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী ফলাফল বিভ্রাটের শিকার হয়েছেন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে পাস করলেও ফলাফলে তাকে ‘কৃষিশিক্ষায়’ ফেল দেখানো হয়েছে—যে বিষয়ে তিনি আদৌ কোনো পরীক্ষা দেননি। ভুক্তভোগী শিক্ষার্থী মো. রোমান মোল্যা জানান, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় তিনি শুধুমাত্র ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ে ফরম পূরণ করেন এবং সেই পরীক্ষাই দেন। ফলাফলে ওই বিষয়ে তিনি এ মাইনাস (A-) পেয়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কৃষিশিক্ষায় তাকে ফেল দেখানো হয়েছে, যদিও তিনি এ বিষয়ে পরীক্ষাই দেননি। রোমান বলেন, “আমি একমাত্র ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়েই পরীক্ষা দিয়েছি। কিন্তু রেজাল্টে দেখা যাচ্ছে, কৃষিশিক্ষায় ফেল করেছি! এটা কিভাবে সম্ভব?” বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরাও ঘটনাটি জেনে হতবাক। বোর্ডের সাথে যোগাযোগ করে দ্রুত সমস্যার সমাধান চেষ্টার করছি। সম্ভবত ফল প্রস্তুতের সময় কোনো টাইপিং মিসটেক হয়েছে।” এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। টিপু সুলতান নামের এক অভিভাবক বলেন, “যে বিষয়ে ছাত্রটি পরীক্ষা দেয়নি, সে বিষয়ে তাকে ফেল দেখানো বোর্ডের চরম গাফিলতি। এমন ভুল ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে।” এ নিয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে দ্রুত এই ফল সংশোধনের দাবি জানানো হয়েছে। SHARES শিক্ষাঙ্গন বিষয়: