নড়াইলে খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর, শোকের ছায়া এলাকায়

প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০২৫

নড়াইলে খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর, শোকের ছায়া এলাকায়

রাশেদ রাসু নড়াইল থেকে :

নড়াইলের লোহাগড়া উপজেলার খাশিয়াল ইউনিয়নে খেলাধুলার সময় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেলে উপজেলার উত্তর খাশিয়াল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো—শাকিব (৭), পিতা জাকাত শেখ, এবং তার ভাগ্নে মানিক (৬), যার বাবার বাড়ি বরিশালে হলেও সে মায়ের সঙ্গে মামাবাড়িতেই থাকত।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, বিকেলবেলা বাড়ির আঙিনায় খেলছিল শিশু দুটি। এসময় পরিবারের সদস্যরা নানা কাজে ব্যস্ত থাকায় তারা অজান্তে পাশের একটি পুকুরে পড়ে যায়। সন্ধ্যা ঘনিয়ে এলেও তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে শাকিবের মরদেহ ভেসে উঠলে স্থানীয়দের সহায়তায় মানিকের মরদেহও উদ্ধার করা হয়।

খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক। পরিবারের সদস্যদের অজান্তেই শিশুরা খেলা করতে করতে পুকুরে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।”

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, “দুই শিশু দুর্ঘটনাবশত পানিতে ডুবে মারা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুদের পরিবারে চলছে হৃদয়বিদারক আহাজারি।