চাঁদপুরে খতিবকে হত্যাচেষ্টা: হামলাকারী বিল্লাল জেলহাজতে, শহরে প্রতিবাদ মিছিল

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৫

চাঁদপুরে খতিবকে হত্যাচেষ্টা: হামলাকারী বিল্লাল জেলহাজতে, শহরে প্রতিবাদ মিছিল

নিউজ ডেস্ক :

চাঁদপুরে মসজিদের খতিব মাওলানা আ ন ম নুরুর রহমান মাদানীর ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মুসল্লি বিল্লাল হোসেনকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর জেলহাজতে পাঠানো হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার দিন খুতবার আলোচনায় ‘রাসুল (সা.) বার্তা বাহক’ এমন বক্তব্যে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ব্যক্তি চাপাতি দিয়ে খতিবের ওপর হামলা চালান। এতে তার কানে ও মাথায় গুরুতর জখম হয়। মুসল্লিরা হামলাকারী বিল্লালকে তাৎক্ষণিকভাবে আটক করে পুলিশে সোপর্দ করেন।

শনিবার (১২ জুলাই) বিকেল ৩টায় চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদের আদালতে তোলা হলে আসামি বিল্লাল হোসেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত করছেন সদর মডেল থানার এসআই নাজমুল হোসেন।

হামলায় গুরুতর আহত খতিব মাওলানা নুরুর রহমান বর্তমানে ঢাকার হলি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার ছেলে আফনান তাকী।

ঘটনার পর শহরে গুজব ছড়িয়ে পড়ে খতিব মারা গেছেন। তবে তার পরিবার এ খবর অস্বীকার করে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিকেলে জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন। বিকেল ৫টায় জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার পক্ষ থেকে রেলওয়ে বায়তুল আমিন জামে মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিলও বের হয়।

অভিযুক্তের পরিচয়:
বিল্লাল হোসেন, পেশায় ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা, চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহর খাদি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। বর্তমানে শহরের বকুলতলায় বসবাস করেন।