সাতক্ষীরায় এনসিপির কর্মসূচি কাভারে গিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত ৬ সাংবাদিক

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৫

সাতক্ষীরায় এনসিপির কর্মসূচি কাভারে গিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত ৬ সাংবাদিক

নিউজ ডেস্ক :

সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি কাভার করতে গিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন জেলার ছয়জন সাংবাদিক। তীব্র গরমে পেশাগত দায়িত্ব পালনের সময় তারা অসুস্থ হয়ে পড়েন।

শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কাঠফাটা রোদে কর্মসূচি কাভার করার সময় একে একে ছয়জন সাংবাদিক অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তারা সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছেন।

হিটস্ট্রোকে আক্রান্ত সাংবাদিকরা হলেন—এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি আহসানুর রাজীব, যমুনা টেলিভিশনের আকরামুল ইসলাম, সাংবাদিক ইদ্রিস, ইব্রাহিম, ইয়ারুল ও নাহিদ।

স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, কর্মসূচি স্থলে এনসিপির পক্ষ থেকে কোনো পানির ব্যবস্থা, ছায়াযুক্ত জায়গা কিংবা প্রাথমিক চিকিৎসার সুযোগ রাখা হয়নি। ফলে চরম গরমে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে তারা অসুস্থ হয়ে পড়েন।

এ বিষয়ে সাতক্ষীরা প্রেস ক্লাবের নেতারা তীব্র উদ্বেগ প্রকাশ করে বলেন, “সাংবাদিকদের জন্য কোনো ধরনের সুরক্ষা ব্যবস্থা না থাকায় এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে। ভবিষ্যতে রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে সাংবাদিকদের জন্য পর্যাপ্ত সুরক্ষা ও স্বাস্থ্য সহায়তা নিশ্চিত করতে হবে।”

উল্লেখ্য, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে হিটস্ট্রোকের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। বিশেষজ্ঞরা খোলা রোদে দীর্ঘ সময় অবস্থান না করতে এবং পর্যাপ্ত পানি ও সুরক্ষার পরামর্শ দিচ্ছেন।