মাগুরায় ফোন না ধরায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা করলেন স্বামী!

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৫

মাগুরায় ফোন না ধরায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা করলেন স্বামী!

নিউজ ডেস্ক :

মাগুরার শালিখা উপজেলায় ‘ফোন না ধরায়’ এক গৃহবধূকে শাবল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছেন তার স্বামী। শনিবার (১২ জুলাই) সকালে উপজেলার হরিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোনালী খাতুন (৩৮) ওই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজমিস্ত্রির কাজ করা মিজানুর রহমান চট্টগ্রাম থেকে ভোরে বাড়ি ফেরেন। এ সময় তিনি স্ত্রীকে ফোন করলেও কোনো সাড়া পাননি। পরে ক্ষুব্ধ হয়ে তিনি ঘরের দরজা শাবল দিয়ে ভেঙে ভেতরে ঢোকেন এবং স্ত্রীকে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সোনালীর মৃত্যু হয়।

নিহতের ১০ বছর বয়সী মেয়ে জানায়, বাবা মায়ের মাথায় একবার শাবল দিয়ে আঘাত করেন। এরপর তিনি পালিয়ে যান।

শালিখা থানার ওসি মো. ওলি মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা শাবল উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্ত মিজানুর রহমানকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।