চাঁদাবাজি নয়, দোকান দখলই ছিল সোহাগ হত্যার পেছনে: পুলিশ

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৫

চাঁদাবাজি নয়, দোকান দখলই ছিল সোহাগ হত্যার পেছনে: পুলিশ

নিউজ ডেস্ক :

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে (৩৯) হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ। তারা জানিয়েছে, হত্যাকাণ্ডটি চাঁদাবাজি নয়, বরং ভাঙারি দোকানের নিয়ন্ত্রণ ও লেনদেন সংক্রান্ত দ্বন্দ্বের জেরে সংঘটিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, “প্রাথমিক তদন্তে দেখা গেছে, ঘটনাটি ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে ঘটেছে। ভাঙারির দোকানে কে ব্যবসা করবে এবং লেনদেন কিভাবে চলবে, এই নিয়ে সোহাগ ও অপরপক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এ কারণেই তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।”

ডিসি আরও জানান, ইতোমধ্যে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মামলার এক নম্বর আসামি মহিন রয়েছেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেই তাদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে।

এ হত্যাকাণ্ডে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কি না, এমন প্রশ্নের জবাবে জসীম উদ্দিন বলেন, “গ্রেপ্তারকৃতদের রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তদন্ত অব্যাহত রয়েছে। এটি শুধুই ব্যবসায়িক দ্বন্দ্ব নাকি এর পেছনে অন্য কিছু আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কোনো রাজনৈতিক বিবেচনা আমলে নেয়া হবে না।”

প্রসঙ্গত, কয়েক দিন আগে মিটফোর্ড হাসপাতালে প্রকাশ্য দিবালোকে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।