“আপনারা কি শুধু চাঁদা চান?” — বিএনপিকে উদ্দেশ করে প্রশ্ন হাসনাত আব্দুল্লাহর

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৫

“আপনারা কি শুধু চাঁদা চান?” — বিএনপিকে উদ্দেশ করে প্রশ্ন হাসনাত আব্দুল্লাহর

নিউজ ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, “আপনারা কি সংস্কার চান, নাকি শুধু চাঁদা?” শুক্রবার (১১ জুলাই) রাতে খুলনার শিববাড়ি মোড়ে এক পথসভায় বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থান ও ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তোলেন তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে হাসনাত বলেন, “আমাদের দেশের ভাগ্যাকাশে সংকট ঘনীভূত হচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিও বিএনপির মুখে নেই, সংস্কার বা বিচার তো দূরের কথা। তাহলে বিএনপি চায় কি? শুধু চাঁদা? যদি চাঁদারই দরকার হয়, আমরা সবাই মিলে তুলে দেবো।”

তিনি বলেন, “আজ বিএনপির অনেক নেতার মুখে বড় বড় কথা। অথচ গত ১৭ বছরে কোথায় ছিলেন তারা? দেশনেত্রী খালেদা জিয়ার বাসার সামনে ট্রাক সরানোর সময়ও কেউ এগিয়ে আসেনি। এখন আবার কেউ কেউ বলছেন— ১০ মিনিটেই সরকার পতন সম্ভব!”

হাসনাত আরো বলেন, “আজ যারা মুজিববাদের ঠিকাদার হয়ে বসেছে, তারাই এক সময় বলত তারা নিরীহ। আর আজ জয় বাংলার স্লোগান দিচ্ছে বিএনপির নাম ভাঙিয়ে। যদি জয় বাংলা বলতেই হয়, তাহলে আওয়ামী লীগে যোগ দিন, বিএনপির ছত্রছায়া দরকার নেই।”

বিএনপির নেতৃত্বে থাকা কিছু ব্যক্তি সম্পর্কে তিনি বলেন, “তাদের ফ্ল্যাট বেড়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ফুলেছে, কিন্তু কর্মীরা রাস্তায় মামলা খেয়েছে, মার খেয়েছে। সন্তানদের মুখ পর্যন্ত দেখতে পারেনি। এই প্রতারণার রাজনীতি আর চলতে দেওয়া যায় না।”

জনগণের উদ্দেশে হাসনাত বলেন, “এখন সিদ্ধান্ত আপনার— এই দেশ কি আবারও চাঁদাবাজদের হাতে তুলে দিবেন? যারা বলছে ‘নির্বাচন না হওয়া পর্যন্ত হামলা চলবে’, তাদের মানসিকতাই হচ্ছে, আমি চুরি করতে থাকব, না হয় চাবিটাই আমায় দিয়ে দাও।”

সভায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হাসনাত আব্দুল্লাহ বিএনপিকে হুঁশিয়ার করে বলেন, “আপনাদের অনেকের বয়স আমার তিনগুণ, সম্মান রেখে বলছি— তরুণ প্রজন্মের ভাষা বুঝুন। আওয়ামী লীগের পরিণতি হয়েছে এই ভাষা না বোঝার কারণে। বিএনপিও যদি একই পথে হাঁটে, তারাও ইতিহাসে একই জায়গায় পৌঁছাবে।”