সোহাগ হত্যা: ইডেনে বিক্ষোভ, ছাত্রদলকে হল ছাড়ার আলটিমেটাম বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ২:৫৩ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২৫ সোহাগ হত্যা: ইডেনে বিক্ষোভ, ছাত্রদলকে হল ছাড়ার আলটিমেটাম নিজস্ব প্রতিবেদক : মিটফোর্ডে ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে রাজধানীর ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত ১২টার পরপরই কলেজ ক্যাম্পাসে ছাত্রীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কলেজের হলপাড়া থেকে শুরু হওয়া মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “আমরা আর কোনো চাঁদাবাজি ও সন্ত্রাস সহ্য করব না। সোহাগ ভাইয়ের মতো একজন সাধারণ মানুষকেও যদি পাথর দিয়ে হত্যা করা হয়, তাহলে আমরা নিরাপদ বোধ করব কীভাবে?” ছাত্রীরা এসময় “আমার সোনার বাংলায়, চাঁদাবাজের ঠাঁই নাই”, “লীগ গেছে যেই পথে, দল যাবে সেই পথে”সহ বিভিন্ন স্লোগান দেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সকাল ৯টার মধ্যে ছাত্রদলসহ সব রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের হল ছাড়ার আলটিমেটামও দেন। সমাবেশে এক শিক্ষার্থী বলেন, “সোহাগ ভাই চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন বলেই প্রাণ হারাতে হলো। এ ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি রাষ্ট্রীয় ব্যর্থতার চিত্র। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা মানবতার শত্রু।” ইডেন কলেজের শিক্ষার্থী মোর্কারেমা বলেন, “আমরা জানিয়ে দিতে চাই—ইডেনের মাটি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের জন্য নয়। আমরা এর বিচার চাই। দেশের প্রতিটি নারী শিক্ষার্থী এখন সোচ্চার।” ছাত্রীরা অবিলম্বে সোহাগ হত্যার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সঙ্গে সারা দেশে রাজনৈতিক সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এ প্রতিবাদের মাধ্যমে রাজধানীর অন্যতম বৃহৎ নারী শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে রাজনৈতিক সচেতনতা এবং নিরাপত্তার প্রশ্ন সামনে চলে এসেছে। SHARES অপরাধ বিষয়: