চাঁদাবাজদের হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামের চৌরাস্তায় পাঠানো হবে: এডিসি জাকারিয়া বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২৫ চাঁদাবাজদের হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামের চৌরাস্তায় পাঠানো হবে: এডিসি জাকারিয়া নিউজ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী-দারুসসালাম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালেহ মোহাম্মদ জাকারিয়া চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। শুক্রবার (১১ জুলাই) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, > “মিরপুর এলাকায় চাঁদাবাজদের ব্যাপারে যে নেতা তদবির করতে আসবেন তাকেসহ গ্রেপ্তার করবো। সাবধান হয়ে যান, নাহলে হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দেব। মাইনাস টলারেন্স।” পোস্টে তিনি আরও উল্লেখ করেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রভাবিত করার চেষ্টা যারা করবে, তাদেরকেও ছাড় দেওয়া হবে না। মিরপুর এলাকায় চাঁদাবাজি এবং অবৈধ অর্থ আদায় রোধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। জাকারিয়ার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার কঠোর অবস্থানকে স্বাগত জানিয়ে মন্তব্য করেছেন, “এমন দৃঢ় নেতৃত্বই এখন দরকার।” তবে কিছু ব্যবহারকারী এই ভাষার শালীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন। প্রসঙ্গত, মিরপুর এলাকায় দীর্ঘদিন ধরেই চাঁদাবাজি, অবৈধ দখল, পরিবহন খাতে তোলাবাজির মতো অভিযোগ রয়েছে। এডিসি জাকারিয়ার এই ঘোষণাকে এলাকাবাসী এক ধরনের সতর্কবার্তা হিসেবেই দেখছেন। SHARES অপরাধ বিষয়: