নড়াইলে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, কুপিয়ে হত্যা এক ব্যক্তিকে বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২৫ নড়াইলে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, কুপিয়ে হত্যা এক ব্যক্তিকে নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে জিল্লুর সরদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কুলসুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পরে রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জিল্লুর সরদার কালিয়া উপজেলার কুলসুর গ্রামের মৃত হাসেম সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে এখলাস উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কুলসুর ও বাবুপুর গ্রামের মধ্যে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা চলাকালে উভয় গ্রামের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর জেরে সন্ধ্যার দিকে বাবুপুর গ্রামের একদল সমর্থক কুলসুর গ্রামের জিল্লুর সরদারকে তার চাচাতো ভাই মুজিবুর সরদারের বাড়িতে গিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাতেই তার মৃত্যু হয়। এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে এলাকাটি শান্ত রয়েছে। এই ঘটনায় গ্রামজুড়ে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভ দেখা গেছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নজরদারিতে রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। SHARES অপরাধ বিষয়: