নড়াইলে বাড়ির পাশের ঘেরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু 

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৫

নড়াইলে বাড়ির পাশের ঘেরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু ও

রাশেদ রাসু, লোহাগড়া থেকে :

নড়াইলের লোহাগড়ায় পানিতে ডুবে প্রিয়া (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার বসুপটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রিয়া উপজেলার বসুপটি গ্রামের রবিউল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, প্রিয়া তার ছোট ভাই ও আরও কয়েকজন সমবয়সী শিশুর সঙ্গে বাড়ির পাশে একটি ঘেরে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে প্রিয়া পানিতে হাবুডুবু খেতে থাকে। পাশে থাকা অন্য শিশুরা কিছু বুঝে ওঠার আগেই সে ডুবে যায়। পরে তারা বিষয়টি প্রিয়ার পরিবারের সদস্যদের জানায়।

পরিবার ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।