বিরামহীন বৃষ্টি, খুলনার জনজীবনে চরম দুর্ভোগ বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৫ বিরামহীন বৃষ্টি, খুলনার জনজীবনে চরম দুর্ভোগ বিডি সময় ডেস্ক রিপোর্ট : বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে খুলনায় বিরামহীন বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত মঙ্গলবার (৮ জুলাই) সকালেও অব্যাহত রয়েছে। কখনো মাঝারি, কখনো হালকা— এভাবে বিরতিহীনভাবে বৃষ্টিতে ডুবেছে পুরো শহর। খুলনা আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কর্মকর্তাদের আশঙ্কা, এই অবস্থা আরও অন্তত দুই দিন অব্যাহত থাকতে পারে। টানা বৃষ্টির ফলে নগরীর বেশিরভাগ রাস্তাঘাটে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। টুটপাড়া, শান্তিধাম মোড়, নিউ মার্কেট, মুজগুন্নি, রূপসা ব্রিজ রোডসহ বিভিন্ন এলাকায় হাঁটুপানি জমে আছে। কিছু সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে, আবার অনেক যানবাহন বিকল হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অফিসগামী ও শিক্ষার্থীসহ সাধারণ মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। সকালে গণপরিবহন ছিল স্বল্প, আর যেগুলো ছিল, সেগুলোর ভাড়া ছিল আকাশচুম্বী। রিকশাচালক সেলিম মিয়া বলেন, ‘পেটের দায়ে রিকশা নিয়ে বের হয়েছি, কিন্তু অনেক জায়গায় পানি জমে আছে। ব্যাটারি নষ্ট হয়ে গেলে তো সর্বনাশ।’ অফিসগামী বেল্লাল হোসেন জানান, ‘রেইনকোট পরে বের হলেও কোনো কাজ হয়নি। কাপড় সব ভিজে গেছে।’ বৃষ্টি বিপাকে ফেলেছে ব্যবসায়ীদেরও। দোকানদার ফাহিম ফয়সাল বলেন, ‘গতকাল কোনো বেচাকেনা হয়নি। আজও দোকান খুলতে পারিনি। এমন চলতে থাকলে মাসের খরচ তোলা কঠিন হবে।’ শুধু শহরেই নয়, বৃষ্টির নেতিবাচক প্রভাব পড়েছে আশপাশের জেলাগুলোতেও। বিশেষ করে দক্ষিণাঞ্চলের ঘের এলাকায় দেখা দিয়েছে উদ্বেগ। বাগেরহাটের মৎস্যচাষি হোসেন শেখ বলেন, ‘দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে। বাঁধ নড়বড়ে হয়ে গেছে। এখন যদি ভেঙে যায়, তাহলে সব শেষ।’ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আগামী ৪৮ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। SHARES সারা বাংলা বিষয়: