নড়াইলের ছেলে খুলনার খালিশপুরে দুই মাস ধরে নিখোঁজ, সন্তানের সন্ধানে পিতার আকুতি

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৫

নড়াইলের ছেলে খুলনার খালিশপুরে দুই মাস ধরে নিখোঁজ, সন্তানের সন্ধানে পিতার আকুতি

রাশেদ রাসু, নড়াইল থেকে :

নড়াইল জেলার সন্তান মোঃ হাসিবুর রহমান (৩২), বর্তমানে খুলনার খালিশপুর এলাকায় বসবাস করছিলেন। গত দুই মাস ধরে তিনি নিখোঁজ রয়েছেন। সর্বশেষ ২৬ মে ২০২৫, সোমবার দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে খুলনার বয়রা হাউজিং এস্টেটের বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যান তিনি। এরপর থেকে আর বাসায় ফিরে আসেননি। তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

নিখোঁজ হাসিবুর রহমান পেশায় ব্যবসায়ী। তিনি খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকার ২য় ফেজ, ১৪ নম্বর রোড, ৫৩ নম্বর বাসায় অবস্থিত “নেসলে-সরদার ট্রেডার্স” এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

তার বাবা এস.এম হাসমত হোসেন (৬৩), জাতীয় পরিচয়পত্র নং ৮২৩৫৫৯৪২১৮, বর্তমানে খুলনার বয়রা হাউজিং এস্টেট এলাকার স্থায়ী বাসিন্দা, বিষয়টি নিয়ে চরম উৎকণ্ঠায় আছেন। তিনি জানান, সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও ছেলের কোনো সন্ধান পাননি। অবশেষে তিনি খুলনার খালিশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং আইনগত সহায়তা কামনা করেছেন।

নিখোঁজ হাসিবুর রহমানের ব্যবহৃত মোবাইল নম্বর ছিল: ০১৮৯৩-৪৭০৭০১
যদি কেউ তার সন্ধান পান বা কোনো তথ্য জানেন, তাহলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে:
০১৯৪৮-২৮৭২৭৪

পরিবার জানায়, প্রিয় সন্তানকে ফিরে পেতে তারা চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। তারা দ্রুত হাসিবুর রহমানের সন্ধানে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।