নড়াইলে ভূমি সেবায় ঘুষের রমরমা: ৫ হাজারের দাখিলায় আদায় ৩০ হাজার!

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৫

নড়াইলে ভূমি সেবায় ঘুষের রমরমা: ৫ হাজারের দাখিলায় আদায় ৩০ হাজার!

রাশেদ রাসু, নড়াইল থেকে :

 

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়ন ভূমি অফিসে নায়েব নুরজাহান আক্তার শিপ্রার বিরুদ্ধে ব্যাপক ঘুষ বাণিজ্য, অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ঘুষ না দিলে এখানে কোনো ভূমি সংক্রান্ত সেবা পাওয়া যায় না।

বিভিন্ন সময়ে ইউনিয়নভিত্তিক সাধারণ মানুষের পক্ষ থেকে জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশনের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগে বলা হয়, ২০০৮ সাল থেকে ওই ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত নায়েব নুরজাহান আক্তার শিপ্রা দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে আসছেন।

হাচলা গ্রামের হাফিজিয়া মাদ্রাসার সদস্য অহিদুল মোল্লা অভিযোগ করে বলেন, “মাদ্রাসার জন্য ১ একর জমির দাখিলা কাটতে গেলে নায়েব শিপ্রা নানা টালবাহানায় ৪০ হাজার টাকা নেন। পরে মাত্র ৫,২২০ টাকার একটি দাখিলা ধরিয়ে দেন।”

স্থানীয় মিন্টু বিশ্বাস জানান, “নায়েব শিপ্রার কাছে টাকা ছাড়া কিছুই সম্ভব নয়। টাকা দিলেই সব হয়, না দিলে কিছুই হয় না।”

অভিযোগ আছে, এক ভূমিহীন ব্যক্তি সরকারি জমির ডিসিআর চেয়ে আবেদন করলে নায়েব শিপ্রা নাকি স্পষ্ট বলেন— “এই জমিতে আমি নিজে ঘর করব।”

এছাড়াও স্থানীয়দের অভিযোগ, সরকারি জায়গার ফসল নিজের ঘরে তুলছেন তিনি এবং ভূমি অফিস চত্বরে টেন্ডার ছাড়া গাছ কেটে বিক্রি করেছেন।

এ বিষয়ে মাদ্রাসার সুপার শামীম হোসাইন বলেন, “শুধু ৫ হাজার টাকার দাখিলা দিয়েই ত্রিশ হাজার টাকা নিয়েছেন নায়েব।”

ঘুষ এবং দুর্নীতির বিষয়ে সাংবাদিকরা ক্যামেরার সামনে জানতে চাইলে নায়েব শিপ্রা কোনো মন্তব্য করতে রাজি হননি। অভিযোগকারীরা জানান, তারা সাংবাদিকদের সামনে মুখ খুলায় নায়েব শিপ্রার পক্ষ থেকে নানা রকম হুমকিও পাচ্ছেন।

স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্ত করে দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।