পাঁচ মাসে নিখোঁজ প্রায় ৫০০ বিবাহিত তরুণী: উদ্বেগে স্থানীয়রা

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৫

পাঁচ মাসে নিখোঁজ প্রায় ৫০০ বিবাহিত তরুণী: উদ্বেগে স্থানীয়রা

আন্তর্জাতিক ডেস্ক | 

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলায় এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত পাঁচ মাসে এই জেলাতেই নিখোঁজ হয়েছেন প্রায় ৫০০ বিবাহিত তরুণী। এই ঘটনা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় জনপরিসরে।

পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদমাধ্যম কলকাতা প্রতিদিন–এর এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত উত্তর চব্বিশ পরগনায় নিখোঁজ হয়েছেন মোট ৫৩৬ জন তরুণী, যাদের মধ্যে প্রায় ৯০ শতাংশই বিবাহিত।

প্রেম, সামাজিক যোগাযোগমাধ্যম, ও সম্পর্কের জটিলতা

স্থানীয় পুলিশের বরাতে প্রকাশিত তথ্য অনুযায়ী, বেশিরভাগ নিখোঁজ নারীর সঙ্গেই ঘটেছে প্রায় একই ধরনের ঘটনা। অনেকেই প্রেমের সম্পর্ক গড়ে গোপনে ঘর ছেড়েছেন। কেউ কেউ মোটরসাইকেলচালক প্রেমিকের হাত ধরে পালিয়েছেন, আবার কারো কারো সম্পর্ক গড়ে উঠেছে স্বামীর বন্ধুর সঙ্গে—এমন ঘটনাও ধরা পড়েছে তদন্তে।

পুলিশ আরও জানায়, এই সম্পর্কগুলোর বেশিরভাগই গড়ে উঠেছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং টিকটকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে। এমনকি অনেক নারী তাদের ছোট ছোট সন্তান রেখে, পরিবারকে না জানিয়েই প্রেমিকের হাত ধরে ঘর ছেড়েছেন।

আমরা প্রাপ্তবয়স্ক, নিজের সিদ্ধান্ত আমাদের’

উদ্ধারকৃত অনেক নারীর বক্তব্য থেকে পুলিশের ধারণা, এরা স্বেচ্ছায় নিজেদের সম্পর্কের পথে এগিয়েছেন। তাঁরা স্পষ্টভাবে জানিয়েছেন, “আমরা প্রাপ্তবয়স্ক। নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের রয়েছে।”

সমাজবিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গি: সম্পর্কের সংকট

এই প্রবণতা নিয়ে চিন্তিত সমাজ বিশ্লেষকরা মনে করছেন, এটি নিছকই ভালোবাসার টান নয়; বরং সমাজে দাম্পত্য বিষণ্নতা, নিঃসঙ্গতা, ও মানসিক অবক্ষয়ের বহিঃপ্রকাশ। মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া একদিকে যেমন যোগাযোগের সুযোগ বাড়িয়েছে, অন্যদিকে তা সম্পর্ক থেকে পালিয়ে যাওয়ারও এক ‘সহজ পথ’ হয়ে উঠেছে অনেক নারীর কাছে।

উদ্বিগ্ন প্রশাসন, সচেতনতার আহ্বান

এমন ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন ও পুলিশ কর্তৃপক্ষ। সামাজিক ও পারিবারিক সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন স্থানীয় নেতারা। পাশাপাশি, তরুণ-তরুণীদের মানসিক স্বাস্থ্য ও দাম্পত্য সম্পর্কে পরামর্শমূলক উদ্যোগ গ্রহণের কথাও উঠে এসেছে বিভিন্ন মহল থেকে।