প্রেমিকার বিয়ে ভাঙতে গিয়ে ধরা খেলেন বিজিবি সদস্য, গ্রেফতার

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৫

প্রেমিকার বিয়ে ভাঙতে গিয়ে ধরা খেলেন বিজিবি সদস্য, গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |

শরীয়তপুরে প্রেমিকার বিয়ে ভাঙতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্য সুলাইমান মুন্সী। রোববার (৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মধ্য চরসুন্দী গ্রামে এ ঘটনা ঘটে।

প্রেমিকার বিয়ের দিন সকালে কনের বাড়িতে গিয়ে অপ্রত্যাশিত কাণ্ড ঘটান তিনি। বিয়ের পাত্রের মোবাইলে পাঠিয়ে দেন মেয়েটির ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও, যেগুলো তিনি প্রেমের সময়ে গোপনে ধারণ করেছিলেন। এরপর সরাসরি কনের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধের অপচেষ্টা চালান।

তবে বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে তাকে ধাওয়া করে ধরে ফেলে। পরে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, এ ঘটনায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার সুলাইমান মুন্সী শরীয়তপুর পৌরসভার কাশাভোগ এলাকার মোতালেব মুন্সীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজছাত্রী ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তিনি। নিজেকে অবিবাহিত দাবি করে মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্কও স্থাপন করেন এবং গোপনে ভিডিও ধারণ করেন। পরে মেয়েটি জানতে পারেন, সুলাইমান বিবাহিত এবং তার স্ত্রী-সন্তান রয়েছে।

ভুক্তভোগী কলেজছাত্রী অভিযোগ করে বলেন, “সে আমাকে ভালোবাসার নাটক দেখিয়ে প্রতারণা করেছে। আমার বিশ্বাসের সুযোগ নিয়ে শারীরিক সম্পর্ক করেছে এবং তা গোপনে ভিডিও করেছে। এখন বিয়ে ভাঙার চেষ্টা করে আমার জীবন শেষ করে দিতে চায়। আমি এর বিচার চাই।”

তার পরিবারের দাবি, শুধু সম্পর্কই নয়—সুলাইমান মেয়ের কাছ থেকে অর্থও নিয়েছেন। এখন তিনি মেয়ের সামাজিক সম্মান নষ্টের চেষ্টা করছেন।

পালং থানার ওসি মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এ ঘটনায় ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সুলাইমানকে আদালতে পাঠানো হয়েছে।”