আ.লীগের ব্যবসাগুলো কারা চালায়, আমরা জানি : হাসনাত

প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০২৫

আ.লীগের ব্যবসাগুলো কারা চালায়, আমরা জানি : হাসনাত

নিউজ ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের ব্যবসা-বাণিজ্য কে বা কারা চালায়, তা দেশবাসী ভালোভাবেই জানে।

শুক্রবার রাতে বরিশালে দলের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “গত বছরের এই সময় আমরা ছাত্র-জনতা আবেগের বশে রাস্তায় নেমেছিলাম। যেই স্বৈরাচার বাংলাদেশের ঘাড়ে বসেছিল, আমরা বুকের রক্ত দিয়ে তাকে দেশছাড়া করেছি। এখন সে মাঝে মাঝে সীমান্তের ওপারে থেকে টুপ করে ঢুকে পড়ার চেষ্টা করে।”

তিনি আরও বলেন, “মাদার অব টেরোরিস্ট হাসিনা সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা করছে। কিন্তু জয়পুরহাটের দিক দিয়ে কি ঢুকতে পারবে? না। আমরা প্রস্তুত আছি।”

হাসনাত অভিযোগ করেন, “আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি তারা ব্যবসা-বাণিজ্যের নামে দুর্নীতি ও লুটপাটে জড়িত। কে কোথায় কী চালায়, আমরা সব জানি। এখন সময় এসেছে এসব অপকর্মের জবাব দেওয়ার।”

সভায় এনসিপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বর্তমান সরকারবিরোধী আন্দোলনে জনগণের আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।