চিকিৎসক ছাড়া প্রসব করাতে গিয়ে নবজাতকের মৃত্যু, অভিযোগ পরিবারের বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৫ চিকিৎসক ছাড়া প্রসব করাতে গিয়ে নবজাতকের মৃত্যু, অভিযোগ পরিবারের নিউজ ডেস্ক : জামালপুর শহরের নগর মাতৃসদন কেন্দ্রে গাইনি চিকিৎসক ছাড়াই প্রসব করাতে গিয়ে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (৫ জুলাই) ভোররাতে শহরের পশ্চিম ফুলবাড়িয়া কলাবাগান এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নবজাতকের বাবা সোহেল আনসারী জানান, শুক্রবার সন্ধ্যায় তার স্ত্রী নৌরিন জান্নাত মৌ-কে প্রসববেদনা শুরু হলে দ্রুত নগর মাতৃসদনে ভর্তি করা হয়। তবে সেখানে দায়িত্বে থাকা কোনো গাইনী চিকিৎসক ছিলেন না। তিনি অভিযোগ করে বলেন, > “হাসপাতালে কোনো ডাক্তার না থাকায় নার্স শিরিন আক্তার ও আয়া ময়না জোর করে স্বাভাবিক প্রসব করানোর চেষ্টা করেন। তারা টেনে-হিঁচড়ে বাচ্চা বের করতে গিয়ে আমার সন্তানের গলা ও শরীরে আঘাত করে মেরে ফেলেছেন।” পরিবারের দাবি, নবজাতকের গলা ও শরীরে স্পষ্ট আঘাতের চিহ্ন রয়েছে, যা চিকিৎসাগত গাফিলতির ইঙ্গিত দেয়। এ ঘটনায় হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ পাওয়ার পরও এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে। SHARES অপরাধ বিষয়: