লোহাগড়ায় মাদক কিনতে নিষেধ করায় খুরের আঘাতে যুবক গুরুতর আহত

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৫

লোহাগড়ায় মাদক কিনতে নিষেধ করায় খুরের আঘাতে যুবক গুরুতর আহত

রাশেদ রাসু, লোহাগড়া থেকে:

নড়াইলের লোহাগড়া উপজেলায় মাদক কেনা-বেচা নিয়ে বিরোধের জেরে রবিন খান (২২) নামে এক যুবক সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৫ জুলাই ২০২৫) দুপুর ১টা ৩০ মিনিটে লোহাগড়া প্রেস ক্লাবের পেছনের সড়কে এই হামলার ঘটনা ঘটে। আহত রবিন উপজেলার গোপীনাথপুর বেপারী পাড়ার বাসিন্দা এবং ইবাদত খানের ছেলে।

আহত রবিন অভিযোগ করে বলেন,

> “জয়পুর গ্রামের পিন্টু মাঝেমধ্যে আমাদের এলাকায় মাদক কিনতে আসতো এবং মা-বোনদের দিকে কুদৃষ্টি দিত ও অকথ্য ভাষা ব্যবহার করত। আমি তাকে বারবার নিষেধ করি। এ কারণে সে ক্ষিপ্ত হয়ে আজ এই হামলা চালিয়েছে।”

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, জয়পুর গ্রামের ফজলুর রহমান ফেলুর ছেলে পিন্টু (২৪) ও তার এক সহযোগী পথরোধ করে রবিনের ওপর অতর্কিতভাবে খুর দিয়ে আঘাত করে। হামলার পর রক্তাক্ত রবিন দৌঁড়ে লোহাগড়া বাজারে তাদের পারিবারিক দোকানে আশ্রয় নেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রবিনের পরিবারের সদস্যরা।

অভিযুক্ত পিন্টুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এদিকে হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।