লোহাগড়ায় একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, আনন্দে খুশি পরিবার

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৫

লোহাগড়ায় একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, আনন্দে খুশি পরিবার

রাশেদ রাসু, লোহাগড়া থেকে:

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিয়ের তিন বছর পর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আলপনা খানম (২৪) নামের এক গৃহবধূ। মা ও নবজাতক তিনজনই সুস্থ রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শুক্রবার (৪ জুলাই) সকালে লোহাগড়া উপজেলার শিকদার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে সফল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে আলপনা খানম তিন কন্যাসন্তানের জন্ম দেন। তিনি নোয়াগ্রাম ইউনিয়নের নোয়াগ্রামের বাসিন্দা খন্দকার সজিব হাসানের স্ত্রী।

সফল অস্ত্রোপচারে তিন নবজাতকের জন্ম

শিকদার হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ সার্জন ডা. স্বরূপ গোলদার এবং অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ পান্থ বিশ্বাসের নেতৃত্বে সফল সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়। হাসপাতালের জেনারেল ম্যানেজার মো. ইব্রাহিম জানান, মা ও শিশুদের সব ধরনের চিকিৎসাসেবা ও যত্ন নিশ্চিত করা হয়েছে।

আনন্দিত পরিবার, দোয়ার আবেদন স্বামীর

নবজাতকদের বাবা খন্দকার সজিব হাসান বলেন, “আলহামদুলিল্লাহ, বিয়ের তিন বছর পর আমাদের ঘরে একসঙ্গে তিনটি কন্যাসন্তান এসেছে। আমরা খুব আনন্দিত ও কৃতজ্ঞ। আমার সন্তানদের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।”

গাইনি সার্জন ডা. স্বরূপ গোলদার জানান, “রোগী শুরু থেকেই আমার চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সকালে ভর্তি হওয়ার পর পরীক্ষার ভিত্তিতে সিজার সিদ্ধান্ত নেওয়া হয়। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। মা ও নবজাতকরা সুস্থ আছেন।”

স্থানীয়ভাবে চাঞ্চল্য, অভিনন্দনে ভাসছে পরিবার

একসঙ্গে তিন নবজাতকের জন্মের ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আনন্দ ও কৌতূহল দেখা দিয়েছে। পরিবারের আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা নবজাতকদের দেখতে হাসপাতালে ভিড় করছেন এবং অভিনন্দন জানাচ্ছেন।