মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে বাবাকে হাতুড়িপেটা করে হত্যা

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৫

মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে বাবাকে হাতুড়িপেটা করে হত্যা

নিউজ ডেস্ক :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাত্র মোটরসাইকেল কেনার টাকা না দেওয়ায় বাবা মাহবুবকে (৪২) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে মো. ইয়াসিন (২২)। শুক্রবার সকালে উপজেলার পূর্বপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে ইয়াসিন তার বাবার কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা দাবি করে। কিন্তু মাহবুব তা দিতে রাজি না হলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইয়াসিন উত্তেজিত হয়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি বাবাকে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় মাহবুবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত ছেলে ইয়াসিন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

স্থানীয়রা আরও জানান, ইয়াসিন একজন মাদকাসক্ত এবং এর আগেও পারিবারিক কলহে একাধিকবার সহিংসতায় জড়িয়েছেন।