‘এই বাচ্চা কার?’ – অবহেলার নয়, মায়ের কোলেই শিশুটি বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৫ ‘এই বাচ্চা কার?’ – অবহেলার নয়, মায়ের কোলেই শিশুটি নিজস্ব প্রতিবেদক: ঢাকার আগারগাঁও মেট্রোরেল স্টেশনের আশেপাশে ঘোরাফেরা করছিলেন এক নারী। তার কোলে ছিল একটি সোনালি চুলওয়ালা ফুটফুটে শিশু কন্যা। শিশুটির গায়ের গঠন, চেহারার ধরন এবং পরিচ্ছন্নতা দেখে পথচারীদের মনে সন্দেহ জাগে—এই শিশু কি এই নারীর সন্তান? সন্দেহবশত একজন পথচারী তাদের ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়। মুহূর্তেই শুরু হয় বিতর্ক—শিশুটি কি পাচার হয়েছে? না কি অপহৃত? শেষ পর্যন্ত জানা যায়, শিশুটির নাম ইরা মনি, বয়স মাত্র ৭ মাস। তার মা থাকেন মিরপুর ১১ নম্বরে, একটি ছোট্ট ঘরে, যার মাসিক ভাড়া মাত্র তিন হাজার টাকা। ওই নারী মানুষের বাসায় গৃহপরিচারিকার কাজ করেন। ওই দিন ইরা মনিকে কোলে নিয়ে তিনি বাসা ভাড়ার টাকা জোগাড় করতে বের হয়েছিলেন। ঘটনার পর ওই নারী বলেন, “আমি বাইরে বের হলেই অনেকে জিজ্ঞেস করে—এই বাচ্চা কার? মনে হয় কখন কে যেন কেড়ে নেয়। খুব ভয় লাগে। কাজ খুঁজতে বের হলেও আর শান্তি পাই না।” তিনি জানান, তার স্বামী বাচ্চা গর্ভে থাকার সময়ই তাকে ছেড়ে চলে যান। মেয়ের জন্মের পর এক মাস ফিরে এসেছিলেন, তারপর আবার নিখোঁজ। এখন একমাত্র ভরসা—নিজের কাজ আর মেয়েকে আগলে রাখা। এ ঘটনায় সচেতন নাগরিকদের একটি প্রশ্নও উঠে এসেছে—সামাজিক নিরাপত্তা না থাকলে, একজন মা কতটা নিরাপদ? SHARES জীবন-যাপন বিষয়: