‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা করব’—রকি হত্যা মামলার প্রধান আসামির 

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ৪, ২০২৫

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা করব’—রকি হত্যা মামলার প্রধান আসামির 

বিডি সময় ডেস্ক রিপোর্ট :

গাইবান্ধায় আলোচিত রকি হত্যা মামলার প্রধান আসামি কাঞ্চনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভিডিওতে নিজেকে ‘পূর্বপাড়ার কাঞ্চন’ পরিচয় দিয়ে তাকে বলতে শোনা যায়, ‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’।

বুধবার রাতে ‘শাওন জামান’ নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশ হয়। ৪৭ সেকেন্ডের ওই ভিডিওতে কাঞ্চন প্রকাশ্যে হত্যার হুমকি দিতে থাকেন, যা দ্রুতই এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।

জানা গেছে, কাঞ্চন গাইবান্ধা শহরের পূর্বপাড়ার বাসিন্দা এবং ২০২১ সালের ১১ জুলাই ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যা মামলার প্রধান আসামি। একাধিকবার মাদক ব্যবসা, হামলা ও হুমকির ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

এক হাইকোর্ট বিভাগের আইনজীবী সামাজিক মাধ্যমে লিখেছেন, “কাঞ্চনের হাতে আমার পরিবার বারবার হুমকি ও হামলার শিকার। আমাদের বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কিন্তু পুলিশ কার্যকর ব্যবস্থা নেয়নি।” তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্ত কাঞ্চন একাধিকবার তার বাড়িতে অস্ত্র নিয়ে হামলা করেছে এবং পুলিশের কাছে জানানো হলেও তারা শুধু সাধারণ ডায়েরি (জিডি) নিয়েই দায় শেষ করেছে।

এ ঘটনায় ইতোমধ্যে গাইবান্ধা সদর থানায় একটি মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি শাহিনুর ইসলাম। তিনি জানান, “প্রাচীর ভাঙচুর ও হুমকির ঘটনায় মামলা হয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

এদিকে গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এঞ্জেলা বলেন, “ভিডিওটি এখনও দেখিনি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে, সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

আইনজীবী তার ফেসবুক পোস্টে প্রশ্ন রাখেন—“এটাই কি নতুন বাংলাদেশ? যেখানে খুনের আসামি প্রকাশ্যে হুমকি দেয়, আর প্রশাসন নিশ্চুপ থাকে?” তিনি দেশবাসীর কাছে নিজের পরিবারের নিরাপত্তার দাবিও জানান।