নড়াইল-২ আসনে ড. ফরিদুজ্জামান ফরহাদের পক্ষে লিফলেট বিতরণ

প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫

নড়াইল-২ আসনে ড. ফরিদুজ্জামান ফরহাদের পক্ষে লিফলেট বিতরণ

রাশেদ রাসু,নড়াইল থেকে :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের পক্ষে লিফলেট বিতরণ করেছেন দলীয় নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল থেকে লোহাগড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

লিফলেট বিতরণ করা হয় রূপগঞ্জ বাজার, দিঘলিয়া বাজার, বড়দিয়া মহাজন, লুটিয়া বাজার, কোটাকোল ঘাট, ইতনা বাজার, রাধানগর ও কাশিপুর বাজারসহ এলাকার দোকানপাট ও পথচারীদের মধ্যে। এ সময় নেতাকর্মীরা দোকানে দোকানে গিয়ে ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত আলী, লোহাগড়া উপজেলা এনপিপি’র সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমান, উপজেলা যুব ফ্রন্টের সভাপতি মেহেদী হাসান অপু, সাধারণ সম্পাদক ইয়াছিন সরদারসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

উল্লেখ্য, ড. ফরিদুজ্জামান ফরহাদ ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে নড়াইল-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী এবং জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১৭ বছর ধরে তিনি বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে সক্রিয় এবং ২০২৪ সালের জুলাই-আগস্টে সরকারের পতনের লক্ষ্যে রাজপথে কার্যকর ভূমিকা পালন করছেন বলে নেতাকর্মীরা জানান।