মায়ের অজান্তে সবজি কাটার বটি ঘাড়ে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫ মায়ের অজান্তে সবজি কাটার বটি ঘাড়ে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু অনলাইন ডেস্ক : ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়ায় সবজি কাটার বটি ঘাড়ের উপর পড়ে দুই বছরের শিশু সাইমের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সাইম শহরের প্রিন্টিং প্রেস ব্যবসায়ী মনিরুজ্জামানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির মা রান্নাঘরে সবজি কাটছিলেন। এ সময় সাইম খেলতে গিয়ে বটি ধরার চেষ্টা করলে মা সেটি র্যাকের ওপর রেখে অন্য ঘরে চলে যান। কিছুক্ষণ পর শিশুটি বটি নামাতে গেলে সেটি সরাসরি তার ঘাড়ে পড়ে। এতে গুরুতর জখম হয় সাইম। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, ঘাড়ের রগ কেটে অতিরিক্ত রক্তক্ষরণেই শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। SHARES জীবন-যাপন বিষয়: