নড়াইলের লোহাগড়ায় কিশোর গ্যাং ‘কব্জিকাটা’র টুন্ডা বাবু গ্রেপ্তার বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫ নড়াইলের লোহাগড়ায় কিশোর গ্যাং ‘কব্জিকাটা’র টুন্ডা বাবু গ্রেপ্তার বিডি সময় ডেস্ক রিপোর্ট: নড়াইলের লোহাগড়া উপজেলার চর মল্লিকপুর গ্রামের মো. বাবু খান ওরফে টুন্ডা বাবু (৩২)–কে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি ঢাকার মোহাম্মদপুরের কিশোর গ্যাং ‘কব্জিকাটা গ্রুপ’-এর অন্যতম সদস্য এবং চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি। বুধবার (২ জুলাই) বিকেলে র্যাব-২ ও র্যাব-৬ এর যৌথ অভিযানে লোহাগড়া শহরের কুন্দশী চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-২ এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার। তিনি জানান, টুন্ডা বাবু শিশু, নারী ও বৃদ্ধদের ওপর নির্বিচারে চাপাতি চালাতেন। এর আগেও গত ২৪ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তবে জামিনে ছাড়া পেয়ে ফের সক্রিয় হয়ে ওঠেন। ঢাকার শীর্ষ সন্ত্রাসী আনোয়ারের সহযোগী হিসেবে কাজ করতেন তিনি। আনোয়ার গ্রেপ্তারের পর মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করেন টুন্ডা বাবু। তার বিরুদ্ধে ৪টি হত্যা, ২টি ডাকাতি, ২টি মাদক ও ২টি দস্যুতার মামলা রয়েছে। এ বিষয়ে টুন্ডা বাবুর পিতা তরিকুল ইসলাম পটু বলেন, “সে দীর্ঘদিন ঢাকায় থাকে, মাঝে মাঝে বাড়ি আসে। কিছু মামলায় জামিনে আছে, এখন আবার কোন মামলায় ধরা হলো বুঝতে পারছি না।” SHARES অপরাধ বিষয়: