ভয়াবহ ফেরিডুবিতে নিখোঁজ ৪৩, উদ্ধার অভিযান চলছে

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫

ভয়াবহ ফেরিডুবিতে নিখোঁজ ৪৩, উদ্ধার অভিযান চলছে

আন্তর্জাতিক ডেস্ক:

ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন এলাকা বালির উপকূলে ভয়াবহ একটি ফেরিডুবির ঘটনা ঘটেছে। ফেরিটিতে থাকা ৬৫ জন যাত্রীর মধ্যে এখন পর্যন্ত ৪৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় উদ্ধার সংস্থা।

বুধবার (২ জুলাই) রাতের দিকে পূর্ব জাভার কেটাপাং বন্দর থেকে ছাড়ার মাত্র ৩০ মিনিট পরই ফেরিটি ডুবে যায়। ‘কেএমপি তুনু প্রত্যমা জয়া’ নামের ফেরিটি বালির গিলিমানুক বন্দরের দিকে যাচ্ছিল।

দুর্ঘটনার সময় ফেরিটিতে ছিল ৫৩ জন যাত্রী, ১২ জন কর্মী এবং ২২টি যানবাহন—যার মধ্যে ১৪টি ছিল ট্রাক। দুর্ঘটনার পর ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ২ জনের মরদেহ পাওয়া গেছে।

রাতভর নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালানো হলেও সমুদ্রের উত্তাল ঢেউ অভিযান ব্যাহত করে। পুলিশের এক কর্মকর্তা জানান, উদ্ধার কাজের সময় সমুদ্রের ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় দুই মিটার। বর্তমানে ৯টি উদ্ধার নৌযান অনুসন্ধানে নিয়োজিত রয়েছে, যার মধ্যে রয়েছে ২টি টাগ বোট ও ২টি রাবার বোট।

উল্লেখ্য, ১৭ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় নৌপথই অন্যতম প্রধান পরিবহন মাধ্যম। তবে দীর্ঘদিন ধরেই নিরাপত্তার ঘাটতি ও দুর্বল নজরদারির কারণে সেখানে প্রায়ই বড় ধরনের নৌ দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকাজ এখনও চলছে, নিখোঁজদের খোঁজে সতর্কতা অবলম্বন করে অভিযান চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।