মুদি দোকানে টিসিবির ১,৪৪২ লিটার সয়াবিন তেল উদ্ধার

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০২৫

মুদি দোকানে টিসিবির ১,৪৪২ লিটার সয়াবিন তেল উদ্ধার

বিডি সময় ডেস্ক রিপোর্ট:

 

কুমিল্লার বুড়িচং উপজেলার আবিদপুর বাজারের একটি মুদি দোকান থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বরাদ্দকৃত ১,৪৪২ লিটার সয়াবিন তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তেল উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন।

তিনি জানান, আবিদপুর বাজারের ‘কাউসারের মুদি দোকান’ থেকে টিসিবির ৭৯ কার্টনে থাকা ১,৪৪২ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক এক লাখ ৪২ হাজার ২০০ টাকা। দোকানের মালিক কাউসারকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা তেল নিয়ম অনুযায়ী বিতরণ করা হবে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দোকানদার জানান, তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার একটি বাজার থেকে তেলগুলো কিনে বিক্রির জন্য মজুত রেখেছিলেন।

ইউএনও তানভীর হোসেন বলেন, “টিসিবির পণ্য কোন ডিলার থেকে এসেছে, কীভাবে এটি সাধারণ দোকানদারের কাছে গেল—তা খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের অনিয়ম সহ্য করা হবে না।”

উল্লেখ্য, টিসিবির পণ্য শুধুমাত্র নির্ধারিত ডিলার ও নির্দিষ্ট উপকারভোগীদের মাঝে বিক্রির অনুমতি রয়েছে। এসব পণ্য বাজারে অবৈধভাবে বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।