বাংলাদেশিদের জীবন কি এতই সস্তা? সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাবুর বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫ বাংলাদেশিদের জীবন কি এতই সস্তা? সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাবুর বিডি সময় ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের মরদেহ ভারতের ভেতরে নিয়ে গেছে বিএসএফ। নিহত যুবকের নাম ইব্রাহিম বাবু (৩২)। তিনি ঝাঁঝাডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২ জুলাই) দুপুরে বাবু ও তার সঙ্গে আরও ৪-৫ জন যুবক সীমান্ত এলাকার গালার মাঠে গরুর ঘাস কাটতে যান। অসাবধানতাবশত তারা সীমান্তের ৭৯ নম্বর মেইন পিলার অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করলে হালদারপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা ২ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই বাবু নিহত হন। নিহতের বাবা নুর ইসলাম জানান, “আমার ছেলে গরুর ঘাস কাটতে গিয়েছিল। ভুলবশত ভারতীয় সীমান্তে ঢুকে পড়লে বিএসএফ গুলি চালায়। তারা আমার ছেলের মরদেহও নিয়ে গেছে।” চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান বলেন, “ঘটনাস্থল ভারতের অভ্যন্তরে প্রায় ২০০ গজ ভিতরে। প্রাথমিকভাবে জানা গেছে, বিএসএফ স্বর্ণ চোরাকারবারি সন্দেহে গুলি চালিয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছে। আমরা পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দিয়েছি।” প্রসঙ্গত, সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশিদের প্রাণহানির ঘটনা নতুন নয়। প্রায়ই এমন নির্মম ঘটনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও চাপ পড়ে। সাধারণ মানুষের প্রশ্ন—বাংলাদেশিদের জীবন কি এতই সস্তা? SHARES অপরাধ বিষয়: