ভারতের আদানি বিদ্যুৎ কোম্পানির সব বকেয়া পরিশোধ করল বাংলাদেশ

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫

ভারতের আদানি বিদ্যুৎ কোম্পানির সব বকেয়া পরিশোধ করল বাংলাদেশ

বিডি সময় ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ সরকার ভারতের আদানি পাওয়ার কোম্পানির কাছে বিদ্যুৎ আমদানির সব বকেয়া পরিশোধ করেছে। জুন মাসে এককালীন ৪৩৭ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধের মাধ্যমে এই দেনা পরিশোধ সম্পন্ন হয়। এ তথ্য ভারতের সরকারি সূত্র ও সংবাদ সংস্থা পিটিআই-এর বরাতে নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, এই পরিশোধের মধ্যে রয়েছে আগের মাসগুলোর বিদ্যুৎ বিল, সঞ্চালন ব্যয় এবং বিদ্যুৎ ক্রয়চুক্তি সংশ্লিষ্ট যাবতীয় পাওনা। এর ফলে আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশের আর কোনো আর্থিক বকেয়া নেই।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানায়, বর্তমানে বাংলাদেশ নিয়মিতভাবে আদানি পাওয়ারের বিল পরিশোধ করছে। এর ফলে ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানির দুটি ইউনিট থেকে নিরবচ্ছিন্নভাবে নির্ধারিত হারে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস ও এনডিটিভি জানায়, গত তিন থেকে চার মাস ধরে বাংলাদেশ প্রতি মাসে ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলার করে বকেয়া পরিশোধ করে এসেছে। সর্বশেষ জুন মাসে এককালীন সর্বোচ্চ অর্থ পরিশোধের মাধ্যমে সব দেনা চুকিয়ে দেওয়া হয়। পাশাপাশি, পরবর্তী দুই মাসের বিলের জন্যও আগাম এলসি (ঋণপত্র) খোলা হয়েছে এবং সার্বভৌম গ্যারান্টিও দিয়েছে বাংলাদেশ সরকার।

এই পরিশোধের মধ্য দিয়ে আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ বাণিজ্যে একটি নতুন ও স্থিতিশীল অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা।