লোহাগড়ায় জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫ লোহাগড়ায় জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা রাশেদ রাসু, লোহাগড়া থেকে: নড়াইলের লোহাগড়ায় জুলাই-আগস্ট বিপ্লবের সময় ছাত্র ও জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকালে লোহাগড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই আয়োজন করে লোহাগড়া পৌর বিএনপি ও এর সহযোগী সংগঠনসমূহ। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মিলু শরিফ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম। সভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোল্যা নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজার সরদার, সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম সিকদার ও ওহিদুজ্জামান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস. এ সাইফুল্লাহ মামুন, শেখ জহিরুল ইসলাম জহির, যুবদল নেতা তানভীর রহমান ও সোহেল রানা লাক্সমি, স্বেচ্ছাসেবক দল নেতা কাজী ইকবাল হোসেন, এস আলম শিপলু, কৃষক দলের আহ্বায়ক আলম মুন্সি এবং ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার তাইবুল হাসান, সাজ্জাদ সিকদার ও রিফাত খান প্রমুখ। আলোচনা শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। SHARES জাতীয় বিষয়: