জুলাই স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২৫ জুলাই স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা নিউজ ডেস্ক: জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার সকাল ১১টায় প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে এ কর্মসূচির সূচনা করেন তিনি। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন। এর আগে গত ২৪ জুন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ‘জুলাই স্মৃতি উদযাপন’ মাসব্যাপী অনুষ্ঠানমালার ঘোষণা দেওয়া হয়। আজ ১ জুলাই থেকে শুরু হয়ে এই কর্মসূচি চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। আজকের দিনে দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে (মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা) বিশেষ দোয়া ও প্রার্থনার মাধ্যমে জুলাই শহীদদের স্মরণ করা হচ্ছে। একই সঙ্গে “জুলাই ক্যালেন্ডার” বিতরণ এবং হত্যাকাণ্ডের খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচিরও সূচনা হয়েছে, যা চলবে ১ আগস্ট পর্যন্ত। এছাড়াও আজ থেকেই “জুলাই শহীদ শিক্ষাবৃত্তি” চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়, যা নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান করবে। তবে এই কর্মসূচি প্রতিদিন নয়; নির্ধারিত কিছু দিনে পর্যায়ক্রমে উদযাপন করা হবে। পরবর্তী কর্মসূচিগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ৫ জুলাই, ৭ জুলাই, ১৪ জুলাই এবং চূড়ান্ত অনুষ্ঠান হবে ৫ আগস্ট, যা ‘৩৬ জুলাই’ নামে অভিহিত করা হয়েছে। চূড়ান্ত দিনের আয়োজনের মধ্যে থাকবে—৩৬ জেলার কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, বিজয় মিছিল, এয়ার শো, গান ও ড্রোন প্রদর্শনী, এবং ‘৩৬ ডেস অব জুলাই’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনী। সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই উদযাপন স্মৃতি ও ন্যায়বিচারের প্রতীক হয়ে জাতীয় জীবনে নতুন বার্তা বয়ে আনবে। SHARES জাতীয় বিষয়: