ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১১০ কোটি টাকার খেলাপি ঋণের আসামি নূর উদ্দিন গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৫

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১১০ কোটি টাকার খেলাপি ঋণের আসামি নূর উদ্দিন গ্রেপ্তার

নিউজ ডেস্ক:

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১১০ কোটি টাকার ঋণ খেলাপি আলোচিত ব্যবসায়ী মিয়া নূর উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মেসার্স নুর ব্রাদার্সের মালিক এবং ব্যাংকটির দিলকুশা শাখা থেকে এই বিপুল অঙ্কের ঋণ গ্রহণ করেছিলেন।

ব্যাংক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঋণ পরিশোধ না করে এবং প্রতারণার আশ্রয় নিয়ে তিনি ব্যাংকের বন্ধক রাখা ৫৫টি অ্যাপার্টমেন্টের মধ্যে অনুমতি ছাড়াই ৫০টি বিক্রি করে দেন। বিষয়টি নজরে আসার পর ফার্স্ট সিকিউরিটি ব্যাংক অর্থ ঋণ আদালতে মামলা করে।

পল্টন থানা পুলিশ জানায়, গত ২৮ জুন রাতে রাজধানীর এক এলাকা থেকে মিয়া মো. নূর উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অর্থ ঋণ মামলা ছাড়াও প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ফৌজদারি কার্যক্রম গ্রহণের প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, সুদসহ মোট পাওনার পরিমাণ বর্তমানে দাঁড়িয়েছে প্রায় ১১০ কোটি টাকা। তার সহযোগী প্রতিষ্ঠানগুলোতেও এই পাওনা সংশ্লিষ্ট রয়েছে।

নগরবাসীর চোখে এ ঘটনাটি একটি বড়ধরনের আর্থিক কেলেঙ্কারি হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্ট মহল দাবি করছে, এমন অর্থনৈতিক অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং ব্যাংকিং খাতকে ঝুঁকিমুক্ত রাখতে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।