লোহাগড়া থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ক্লুলেস হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি গ্রেফতার বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২৫ লোহাগড়া থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ক্লুলেস হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি গ্রেফতার রাশেদ রাসু লোহাগড়া থেকে: মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ এর খুলনার ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি দল। র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জুন রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে ভাটিয়াপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল হকের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব এলাকা থেকে ক্লুলেস হত্যা মামলার প্রধান পলাতক আসামি ও পেশাদার গাড়িচালক অপুকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গত ২৮ জুন ভোররাতে আনুমানিক ৩টার সময় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার হাঁসাড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে লন্ডন স্কুলের সামনে হামদান এক্সপ্রেস (রেজি নম্বর: ঢাকা মেট্রো ব-১২-৪২৯৬ একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং গাড়ির চালক পালিয়ে যান। ঘটনার পর থেকে বিষয়টি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং র্যাব ক্লুলেস এই হত্যাকাণ্ডের তদন্তে নামে। তদন্তের ভিত্তিতে দুর্ঘটনাটি বেপরোয়া গাড়ি চালনার ফলাফল বলে প্রমাণিত হয়। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। র্যাব-৬ জানায়, জননিরাপত্তার স্বার্থে এ ধরনের অভিযানে তাদের তৎপরতা অব্যাহত থাকবে। SHARES অপরাধ বিষয়: