পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থী মাহিরা সাভার থেকে উদ্ধার বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২৫ পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থী মাহিরা সাভার থেকে উদ্ধার নিজস্ব প্রতিবেদক | এইচএসসি পরীক্ষায় অংশ নিতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পুলি (১৮) অবশেষে উদ্ধার হয়েছেন। রবিবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর উপকণ্ঠ সাভার এলাকা থেকে র্যাব-৪ এর সদস্যরা তাকে উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার কেএন রায় নিয়তি। তিনি জানান, উদ্ধারকৃত মাহিরাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এর আগে রবিবার সকাল ৮টার দিকে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন মাহিরা। তবে পরীক্ষার সময়সীমা পেরিয়ে গেলেও তিনি আর বাসায় না ফেরায় সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। মাহিরার পরিবারের সদস্যরা জানান, তার পরীক্ষা দুপুর ১টার দিকে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বিকেল গড়িয়ে গেলেও সে বাসায় না ফেরায় উদ্বিগ্ন হয়ে পরিবারের সদস্যরা সরাসরি পরীক্ষা কেন্দ্রে যান। সেখানে খোঁজ নিয়ে জানতে পারেন, মাহিরা ওই দিন পরীক্ষায় উপস্থিতই হয়নি। তবে কী কারণে মাহিরা নিখোঁজ হয়েছিলেন বা কারা এর সঙ্গে জড়িত—সে বিষয়ে এখনও কিছু জানায়নি র্যাব। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা। SHARES অপরাধ বিষয়: