আওয়ামী লীগ নেতাকে ঘর থেকে টেনে বের করে কুপিয়ে হত্যা বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৫ আওয়ামী লীগ নেতাকে ঘর থেকে টেনে বের করে কুপিয়ে হত্যা জামালপুর প্রতিনিধি জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের দুর্গম চর জিগাতলা গ্রামে আবদুর রহিম (৪৮) নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ২টার দিকে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। নিহত আবদুর রহিম কুলকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুইবার নির্বাচিত সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি ওই গ্রামের মৃত তৈয়বুর খন্দকারের ছেলে। হত্যাকাণ্ডের বিবরণ নিহতের পরিবারের সদস্যরা জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে রহিম স্থানীয় এক দোকানে চা পান শেষে ঘরে ফিরে আসেন। পরে রাত ২টার দিকে একদল মুখোশধারী ব্যক্তি প্রশাসনের পরিচয় দিয়ে দরজা খুলতে বলেন। দরজা না খোলায় তারা জোর করে ভেতরে ঢুকে রহিমকে টেনে-হিঁচড়ে উঠানে এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় পরিবারের সদস্যদেরকেও মারধর করে আহত করে। ঘটনার সময় নিহতের স্ত্রী ও সন্তানরা ঘরে উপস্থিত ছিলেন। ভাইয়ের অভিযোগ আবদুর রহিমের ভাই সোলায়মান খন্দকার ও জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, “যমুনা নদীর ভাটি এলাকা থেকে ট্রলারে করে ২০-২৫ জন দুর্বৃত্ত জিগাতলা খেয়াঘাটে আসে। পরিকল্পিতভাবে পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে। আমরা মনে করছি, প্রতিপক্ষ ভাড়াটে খুনিদের মাধ্যমে এই নির্মম ঘটনা ঘটিয়েছে।” স্থানীয়দের প্রতিক্রিয়া কুলকান্দি ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিস বলেন, “আবদুর রহিম একজন জনপ্রিয় নেতা ছিলেন। এমন একজন ব্যক্তিকে এইভাবে হত্যা করা গভীর উদ্বেগের বিষয়। আমরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।” পুলিশের অবস্থান ইসলামপুর থানার ওসি আ স ম আতিকুর রহমান বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।” নিহতের স্ত্রীর আকুতি নিহত আবদুর রহিমের স্ত্রী রেহেনা বেগম বলেন, “আমার স্বামীকে সন্তানের সামনে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।” SHARES অপরাধ বিষয়: