নড়াইলে তাস খেলাকে কেন্দ্র করে খুন, মূল আসামি ইয়ার আলী গ্রেফতার

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৫

নড়াইলে তাস খেলাকে কেন্দ্র করে খুন, মূল আসামি ইয়ার আলী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইল সদর উপজেলায় তাস খেলাকে কেন্দ্র করে নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত মোঃ ইয়ার আলী বিশ্বাসকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। গত ১২ এপ্রিল সকালে নড়াইল নতুন কেন্দ্রীয় বাস টার্মিনালের নিচতলায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত আশরাফুল ইসলাম মুসা (৪৩) ছিলেন একজন স্থানীয় ব্যবসায়ী।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে তাস খেলা চলাকালীন সময় ভিকটিম ও আসামিদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আসামি মোঃ ইয়ার আলী বিশ্বাস বলেন, “সালারে ধর, ওকে খুন করে আমাদের সাথে তর্ক করার মজা দেখিয়ে দেই।” এরপর অন্যান্য আসামিরা মুসাকে আটকে ধরলে, ইয়ার আলী তার কোমরে গোজা ধারালো ছুরি দিয়ে ভিকটিমের বুকে আঘাত করে, যা সঙ্গে সঙ্গে বুকের ভিতরে ঢুকে যায়। পরে লোহার রড ও কিলঘুষির মাধ্যমে ভিকটিমের উপর আরও হামলা চালানো হয়।

ভিকটিম আশরাফুল ইসলাম মুসা ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে সকাল ৮টা ৪৫ মিনিটে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের দিকনির্দেশনায় তাৎক্ষণিকভাবে টহল জোরদার ও আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান শুরু হয়।

অবশেষে ২৮ জুন জেলা গোয়েন্দা শাখা ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি মোঃ ইয়ার আলী বিশ্বাস এবং তার সহযোগী কমরুল বিশ্বাসকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইয়ার আলী বিশ্বাস আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নড়াইল জেলার পুলিশ সুপারের সময়োপযোগী ও সাহসী পদক্ষেপের ফলে বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপর পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলমান রয়েছে।